ABOUT

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আক্কেবাতুলিল মোত্তাক্কিন ওয়াচ্ছালাতু ওয়াসালামু আলা রাসুলিহি মোহাম্মাদিও ওয়া আলিহি ওয়া আছহাবিহি আজমাঈন।

আম্মা বা’দু

ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতোয়ানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম ॥ লাক্কাদ মান্নাল্লাহু আলাল মুমেনীনা ইয়া বা’ছা ফিহিম রাছুলা।  (কোরআনুল মাজিদ)
অর্থঃ নিশ্চয়ই আল্লাহ তায়ালা ঈমানদারগণকে এক মহা অনুগ্রহ করিয়াছেন যে, তাহাদের মধ্যে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম কে প্রেরণ করিয়াছেন।

বেরাদরানে ই ইসলাম! জানিয়া রাখুন, রাসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ঈমানদানের ঈমান ও ঈমানের জান। ইহকাল দুঃখীর দরদী ও পরকালে নিঃসহায়ের সহায়, কবর হাশর, মিযান পুলছেরাতের উদ্ধারকারী, মহাকান্ডারী প্রাণাধিক প্রিয়তম নয়নের মনি, মাহবুবে খোদা মোহাম্মাদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম।
তাই, মাওলানা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহি উনার মসনবী শরীফে উল্লেখ করেন,

“আসলে ঈমান রুঁয়ে কোরআন মঁগজে দ্বীন
হাঁস্তে হুব্বে রাহমাতুল্লিল আলামিন।”
অর্থঃ ঈমানের মূল, কোরআনের রুহু, ধর্মের মগজ, অগনিত আলমের রহমত নবী মোহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম।

প্রিয় আশেকানে মোস্তফা, আসুন সেই রাসুলে পাকের উপর দরুদ সালাম পাঠ করি।
আচ্ছালাতু ওয়াচ্ছালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ
আচ্ছালাতু ওয়াচ্ছালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ
আচ্ছালাতু ওয়াচ্ছালামু আলাইকা ইয়া নাবীয়াল্লাহ
আচ্ছালাতু ওয়াচ্ছালামু আলাইকা ইয়া নূরাল্লাহ
আচ্ছালাতু ওয়াচ্ছালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনেবীন
সাল্লাল্লাহু আলাইহে ওয়া আলা আলিহি ওয়া আছ হাবিহি
ওয়া বারীক ওয়া সাল্লাম।
হে আল্লাহ আমাদের সকল আশেকানে মোস্তফা ও আশেকানে আউলিয়া সকল ঈমানদার মুসলমান গণদেরকে ঈমানদার সুন্নী মুসলমান হিসাবে তোমার প্রিয় হাবীব তাঁজদারে মদিনা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামার উসিলায় কবুল কর। তাহার শাফায়াত হাসরের ময়দানে নসীব কর। আমিন! ছুম্মা আমিন!!

বিনীত
ডাঃ রেজভী শরীফুল ইসলাম
( বিএসএস, ডিএইচএমএস )

Leave a comment